Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ জাতীয় দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্তানের স্পিনার মুশতাক আহমেদকে। সাবেক এই লেগ স্পিনার ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

৫৩ বছর বয়সী মুশতাক নতুন দায়িত্ব নিয়ে এক প্রতিক্রিয়ায় জানান, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি এই দায়িত্ব পালনে অধীর অপেক্ষায় আছি এবং খেলোয়াড়দের মাঝে আমার অভিজ্ঞতা বিলিয়ে দিতে চাই। আমি সবসময় বিশ্বাস করি তারা অন্যতম সেরা বিপদজনক দল। তারা যে কাউকে হারাতে পারে। কারণ তাদের সামর্থ্য আছে, তাদের প্রতিভা আছে। আমি এই বিশ্বাস তাদের মাঝে রোপণ করতে চাই। দলটির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত।’

এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এই মাসের শেষ দিকে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তদের সঙ্গে কাজ করবেন পাকিস্তানের সাবেক স্পিনার।

এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। মাঝে (২০১৪-২০১৬) পাকিস্তানের বোলিং পরামর্শকও হন তিনি।

৫২ টেস্টে ৩২.৯৭ গড়ে ১৮৫ উইকেট নেন মুশতাক। ১৪৪ ওয়ানডে খেলে তার দখলে ১৬১ উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ