Views Bangladesh Logo

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

রেণ্য সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শনিবার (১০ মে) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুস্তাফা জামান আব্বাসীর মেয়ে সামিরা আব্বাসী এক ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দরতম মানুষ চলে গেলেন।’

জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

প্রখ্যাত পল্লীগীতি শিল্পী আব্বাস উদ্দীন আহমেদের ছেলে মুস্তাফা জামান আব্বাসী ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব ও কৈশোর কেটেছে কলকাতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তাঁদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

শিক্ষাজীবন শুরু করেন কলকাতায়। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ পাস করেন। সঙ্গীতসাধনা, সাহিত্যচর্চা ও গবেষণায় তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছিলেন। বেতার ও টেলিভিশনে তিনি সঙ্গীতবিষয়ক বহু অনুষ্ঠান পরিচালনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ