Views Bangladesh Logo

ফের সুপার কিংস শিবিরে যোগ দিলেন মুস্তাফিজ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে এসে ভিসা প্রক্রিয়া শেষ করে রবিবার আবারও চেন্নাই ফিরে নিজ দল চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান।

মূলত আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পাদন করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে গত ২ এপ্রিল দেশে ফিরেছিলেন মুস্তাফিজ।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সিএসকের প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করেন মুস্তাফিজ। মুস্তাফিজকে ছাড়া চেন্নাই তাদের সর্বশেষ ম্যাচে পরাজিত হয়েছে। আজ সোমবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচে সিএসকের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ