চেন্নাইয়ের জয়ের নায়ক মুস্তাফিজ
আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমেই তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তার বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৪ ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজ শিকার করেছেন চারটি উইকেট। উইকেটগুলো হলো - বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, ক্যামেরন গ্রিন ও রজত পতিদার। তবে শেষ পর্যন্ত ১৭৩ রানের সংগ্রহ পেয়ে যায় বেঙ্গালুরু।
১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। টানা দুই ওভারে এই দুই সেট ব্যাটারকে ফিরিয়ে চেন্নাইকে চাপে ফেলেন ক্যামেরন গ্রিন।
সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও শিভাম দুবে ৩৭ বলে ৬৬ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। জাদেজা ১৭ বলে ২৫ আর দুবে ২৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার উঠে মুস্তাফিজের হাতে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে