পে-রোল ব্যাংকিং সেবার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও রেনাটা পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রেনাটা পিএলসি-এর মধ্যে পে-রোল ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এমটিবি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান, রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন, হোলসেল ব্যাংকিং বিভাগ-১ এর ডিভিশনাল প্রধান, মোহাম্মদ মামুন ফারুক এবং রেনাটা পিএলসি-এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ এস. কায়সার কবীর, প্রধান অর্থ কর্মকর্তা, মুস্তাফা আলিম আওলাদ এফসিএ (ICAEW), ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, মোঃ রাবিউল এফসিএ, প্রধান, ট্রেজারি ও ফাইন্যান্স বিভাগ, মুহাম্মদ আশরাফুল হোসেন, মানব সম্পদ ব্যবস্থাপক (ম্যানুফ্যাকচারিং সাইট), এ কে এম শিহাবুল কবির — অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তিপত্র বিনিময় করেন।
এই স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঢাকার গুলশান-২ এ অবস্থিত বে’স এজওয়াটার-এর বিস্ত্রো-ই মিটিং রুমে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে রেনাটা পিএলসি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমটিবি-এর রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজির প্রধান, তাহসিন তাহের, পে-রোল ব্যাংকিং বিভাগের প্রধান, রাশিদ আহমেদ বিন ওয়ালি, কার্ড বিভাগের ডিভিশনাল প্রধান, মোঃ আবু বকর সিদ্দিক, হোলসেল ব্যাংকিং বিভাগ-১ এর ইউনিট প্রধান, জুবায়ের রেজা এবং পে-রোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, তানজিনা আলী, পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে