দেশে ফিরল এমভি আব্দুল্লাহ
সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার এক মাস পর দেশে ফিরল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে জাহাজটি।
এক অডিও বার্তায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন জাহাজটির মাস্টার ক্যাপ্টেন মো. আব্দুর রশিদ। তিনি জানান, জাহাজের সকল ক্রু ও ২৩ জন নাবিক সুস্থ আছেন।
ক্যাপ্টেন আব্দুর রশিদ আরও জানান, কুতুবদিয়া চ্যানেলে নোঙর করার পর কার্গো বার্জ আসার পরই পণ্য নামানোর কাজ শুরু হবে।
এ ছাড়াও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। তবে পথিমধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। পরে মুক্তিপণের বিনিময়ে দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল মুক্তি পায় জাহাজসহ ২৩ নাবিক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে