Views Bangladesh

Views Bangladesh Logo

নাবিকেরা নিরাপদে আছেন, জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করা যায়নি: মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৭ মার্চ ২০২৪

পহরণকৃত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ'র নাবিকরা নিরাপদে আছেন। তবে সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।

রোববার (১৭ মার্চ) সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, 'ছিনতাই হওয়া জাহাজের সব নাবিক নিরাপদে আছেন।'

এদিকে গত পাঁচ দিনেও জলদস্যুদের সঙ্গে যোগাযোগের কোনো সূত্রের এখনো পায়নি এমভি আবদুল্লাহর মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপ।

কবির গ্রুপের গণ যোগাযোগ কর্মকর্তা মিজানুল ইসলাম জানান, এখন পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে মুক্তিপণ চেয়ে কোনো প্রস্তাব তারা পাননি।

নাবিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শনিবার রাতে জাহাজের এক নাকিবের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। জিম্মি নাবিকরা মানসিকভাবে চাপে থাকলেও ভালো আছেন।

তিনি আরও বলেন, “জাহাজের যতটুকু খাবার ও সুপেয় পানি ছিল সেগুলো দিয়ে এখনও চলছে। জলদস্যুরা তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেনি। তবুও নাবিকরা একটু উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এটাই স্বাভাবিক… বন্দি থাকলে উদ্বিগ্নতা কাজ করে।”

উল্লেখ্য, কয়লা বোঝাই করে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার (১২ মার্চ) সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশে কবির গ্রুপের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ