Views Bangladesh

Views Bangladesh Logo

মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবে এমভি আবদুল্লাহ

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবল থেকে মুক্ত হওয়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ মে মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবে বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ।

কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম গণমাধ্যমকে বলেন, “দস্যুমুক্ত হওয়ার পর জাহাজটি ২১ এপ্রিল এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ পৌঁছেছিল। সেখানে কার্গো খালাস করে জাহাজটি একই দেশের মিনা সাকার থেকে কার্গো লোড করে দেশের উদ্দেশে রওনা দেবে। মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে জাহাজের ২৩ নাবিকই হাসিখুশি রয়েছেন।”

প্রসঙ্গত, জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে গত ২২ এপ্রিল সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে জাহাজটি। তখন সেখানকার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ পরিচালনাকারী এসআর শিপিংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২১ এপ্রিল ওই বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এমভি আবদুল্লাহ।

এর আগে গত ১২ মার্চ দুপুরে এসআর জাহাজটিকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এ সময় জাহাজের ২৩ নাবিককে একটি কেবিনে আটকে রাখা হয়। আটকের পর জাহাজটিকে সোমালিয়ার উপকূলে নিয়ে যায় তারা। পরে সেখানে মালিকপক্ষের তৎপরতায় জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়। এরপর ১৩ এপ্রিল সন্ধ্যার আগে মুক্তিপণের অর্থ দেয়া হলে জাহাজটি ছেড়ে দেয় জলদস্যুরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ