Views Bangladesh

Views Bangladesh Logo

আজ পরিবারের কাছে ফিরবেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৪ মে ২০২৪

জ মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে পরিবারের কাছে ফিরবেন সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর ২৩ নাবিক।

এ উপলক্ষে নাবিকদের পরিবারের উপস্থিতিতে নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একটি সংবর্ধনার আয়োজন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

জানা গেছে, নাবিকদের স্বজনরা তাদের প্রিয়জনকে অভ্যর্থনা জানানোর জন্য নানা প্রস্তুতি নিচ্ছে। সংবর্ধনা শেষে নাবিকরা তাদের পরিবার-পরিজনদের সঙ্গে বাড়ির উদ্দেশে রওনা দেবেন।

এমভি আবদুল্লাহর নাবিক আইনুল হক আবিরের মা লুৎফে আরা বেগম বলেন, ‘আমি আমার ছেলেকে জড়িয়ে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি তার প্রিয় খাবার, শুতকি ভর্তা এবং চিংড়ি রান্না করেছি।’

তিনি আরও বলেন, ‘তাকে আটকে রাখার পর থেকে আমি তার নিরাপদে ফিরে আসার অপেক্ষা করছিলাম।’

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, এমভি আবদুল্লাহর ২৩ নাবিককে বহনকারী লাইটার জাহাজ এমভি জাহান মনি-৩ বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছাবে।

অন্যদিকে এমভি আব্দুল্লাহর মাস্টার আব্দুর রশিদ জানান, জাহাজের ২৩ নাবিক সুস্থ আছেন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটির। তবে পথিমধ্যে ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। পরে মুক্তিপণের বিনিময়ে দীর্ঘ এক মাস পর গত ১৩ এপ্রিল মুক্তি পায় জাহাজসহ ২৩ নাবিক।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ