যুক্তরাষ্ট্র নিয়ে আমার দৃষ্টিভঙ্গি ট্রাম্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন: কমলা হ্যারিস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ কর্তৃক আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কমলা ও ট্রাম্প সরাসরি এই বিতর্কে মুখোমুখি হন।
কমলা তাঁর নীতি ও কৌঁসুলি হিসেবে নিজের ভূমিকা তুলে ধরে বলেন, "আমি ভবিষ্যৎ নিয়ে মনোযোগী। আর ট্রাম্প মনোযোগী অতীত নিয়ে। আমরা পেছনে ফিরে যাচ্ছি না, বরং নতুন পথে সামনে এগিয়ে যেতে একটি রূপরেখা আঁকতে পারি।"
বিতর্কের মধ্যে অর্থনীতি, অভিবাসন এবং গর্ভপাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।এসব বিষয়ে কমলা ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করেন। এমনকি তাঁরা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচারমাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে