Views Bangladesh Logo

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৩ হাজার, যুদ্ধবিরতি ঘোষণা

মিয়ানমারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া এই ভূ-কম্পনে সাড়ে চার হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) রাতে মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিয়ানমার রেডিও এবং টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে এখন পর্যন্ত ৩০০৩ জন নিহত এবং ৪ হাজার ৫১৫ জন আহত হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ৩৫১ জন। উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

এমন পরিস্থিতিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠীরগুলোর সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা সরকার। বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ ঘোষণা দেয়ার তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে মিয়ানমারের সামরিক সরকার জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব এলাকায় ত্রাণ প্রচেষ্টা সহজতর করার লক্ষ্যে বুধবার থেকে আগামী ২২ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে যুদ্ধবিরতি পালন করা হবে। মিয়ানমারে চার বছর ধরে চলা রক্তাক্ত গৃহযুদ্ধে লড়াইরত অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর একই ধরনের প্রতিশ্রুতির পর জান্তা ওই সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির সামরিক সরকার আরও জানায়, ত্রাণ সরবরাহ ও অবকাঠামো পুনর্নির্মাণ প্রচেষ্টার গতি দ্রুত করা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি চলাকালীন হামলা, নাশকতা কিংবা লোকজনকে সংগঠিত করা অথবা সমাবেশ ডাকা এবং শান্তি বিঘ্নিত করার মতো কোনও পদক্ষেপ নেয়া হলে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে জান্তা বাহিনী।

এর আগে মিয়ানমারের গৃহযুদ্ধে জড়িত সকল পক্ষকে লড়াই বন্ধ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার দিকে মনোনিবেশের আহ্বান জানায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী ও বিভিন্ন দেশের সরকার।

উল্লেখ্য, গত শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। এই শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী নেপিডো, মান্দালয়, সাগাইংসহ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার ভবন, সেতু ভেঙে গেছে। এ ছাড়াও ফাটল দেখা দিয়েছে সড়ক-মহাসড়কে।








মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ