মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা
মিয়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার দেশটিতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
শুক্রবারের ওই শক্তিশালী ভূমিকম্পের চার দিন পরও মিয়ানমারের বহু মানুষ খোলা আকাশের নিচে রাতযাপন করছেন। কারণ তাদের বাড়িঘর ধসে পড়েছে আবার পরবর্তী আফটারশকের আশঙ্কায় অনেকে ঘরে ফিরে যেতে পারছেন না। এ ঘটনায় দেশটির বহু রাস্তা ভেঙে গেছে।
মঙ্গলবার দুপুরে ভূমিকম্প আঘাত হানার নির্ধারিত সময়ে নিহতদের স্মরণে দেশজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে।
মিয়ানমারের জান্তা সরকার জনগণকে এই সময়ে স্থির হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে সম্প্রচার বন্ধ রেখে সেই সময় শোকের প্রতীক প্রদর্শন করতে বলা হয়েছে। এ ছাড়াও মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এসব উদ্যোগ জান্তা সরকার কর্তৃক ঘোষিত এক সপ্তাহের জাতীয় শোকের অংশ। এর পাশাপাশি ভূমিকম্পে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির প্রতি সমবেদনা জানাতে সরকারি ভবনগুলোতে ৬ এপ্রিল পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে বলে জানা গেছে।
সোমবার মিয়ানমার সরকার জানায়, ভূমিকম্পে এখন পর্যন্ত ২,০৫৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ৩,৯০০ জনেরও বেশি এবং ২৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।
তবে ভূমিকম্পের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া শহর ও গ্রামগুলোতে উদ্ধারকারীরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে