ময়মনসিংহে ভর্তুকি মূল্যে ক্রেতাদের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিক্রি
সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ময়মনসিংহ নগরীতে ভর্তুকি মূল্যে ৮টি পণ্য বিক্রি করা হয়েছে। পণ্যসমূহের মধ্যে ছিল ৩ কেজি পোলাও চাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়া দুধ, ২০০ গ্রাম চিকন সেমাই, ১৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫ রকমের গরম মসলা ও ১ পিছ বাজারের ব্যাগ।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীমের ব্যক্তিগত উদ্যোগে নগরীর পন্ডিতবাড়ি এলাকায় কালি শঙ্কর গুহ রোডে উপস্থিত ক্রেতাদের মাঝে বাজার অপেক্ষা কম মূল্যে ৮০০ টাকা প্যাকেজ দরে এসব পণ্য বিক্রি করা হয়। এই দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টির কথা জানান স্থানীয় ক্রেতারা।
এ ধরনের উদ্যোগ সম্পর্কে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি বলেন, জনসাধারণের ঈদ আনন্দকে সহজলভ্য করতে নিজের দায়বদ্ধতা থেকে ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। যেন সাধারণ মানুষ নিজের পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে।
গতকালের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শঙ্কর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নিয়ামুল কবির সজলসহ প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে