শনিবার ময়মনসিংহ সিটি নির্বাচন, মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা
আগামী শনিবার ময়মনসিংহ জেলায় অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনের ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। আর এ নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে যে কোনা অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপড়তা শুরু করেছে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান মেয়র ও কাউন্সিল প্রার্থীরা। কারণ আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনের প্রচার-প্রচারণা। এ জন্য নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, মেয়র ও কাউন্সিল প্রার্থীরা লিফলেট বিলি করে এবং ভোটারদের সাথে করমর্দন ও কোলাকুলি করে বিরামহীনভাবে ব্যস্ত সময় পার করেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলররাও শেষ মুহুর্তের প্রচারণার কাজে ব্যস্ত দিন পার করেন।
নির্বাচনে এবার মেয়র পদের লড়ছেন পাঁচজন। তারা হলেন-সদ্য পদত্যাগ করা মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (দেয়াল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মন্ডল (লাঙ্গল)। এ ছাড়াও কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
মেয়র পদপ্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, আমি জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী কারণ এই নগরীকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে ভোটারদের কাছে জয়ের ব্যাপারে নিজের অবস্থান সুসংহত আছে বলে দাবি করেন তিনি।
আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত ৩৩টি ওয়ার্ডে ১২৮টির ভোট কেন্দ্রের ৯৯০টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন, যাদের মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন পুরুষ ও ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন পুরুষ। তবে ১১ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও জানা গেছে, আগামীকাল শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণের সকল নির্বাচনি সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এ জন্য স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি, ১১ প্লাটুন পুলিশ, আর্মড পুলিশ এবং আনসার সদস্য, ১৭টি র্যাবের টিম ছাড়াও ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৫ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, নির্বাচনের দিন পরিবেশ স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে