Views Bangladesh Logo

চট্টগ্রামে হঠাৎ একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন

ট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটিতে একসাথে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মোহামিনুল ইসলাম বলেন, ‘বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড় দিয়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অনুরোধ করা হয় এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ