Views Bangladesh Logo

বেনজীরের অবস্থান নিয়ে রহস্যের ঘনঘটা

 VB  Desk

ভিবি ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলকালীন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে দেশব্যাপী চলছে ব্যাপক আলোচনা। তবে তিনি এখন কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কারও কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে তার অবস্থান নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

অবশ্য তার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুরে অবস্থান করছেন। ওই সূত্রটি বলছে, ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী-মেয়েসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বেনজীর। স্ত্রীর চিকিৎসার কারণে তারা সেখানে অবস্থান করছে বলে সূত্রটি জানিয়েছে।

এদিকে পুলিশের সাবেক এ মহাপরিদর্শককে তার স্ত্রী ও তিন মেয়েসহ তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গত মঙ্গলবার (২৮ মে) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে তাদের তলবি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে বেনজীর আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী ও মেয়েদের ৯ জুন দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি, ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানে শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। পরে এসব সম্পদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আদালতে আবেদন করে দুদকের আইনজীবী।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। যদিও ধারণা করা হচ্ছে আদালতের এ আদেশ আসার আগে গত ৪ মে বেনজীর আহমেদ সপরিবারে দেশ ছেড়ে যান। তবে তিনি সিঙ্গাপুরে আছেন, না অন্য কোনো দেশে অবস্থান করছেন সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের কোনো দপ্তর থেকে নিশ্চিত করা হয়নি।

এমনকী বেনজীর আহমেদ দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সে ব্যাপারে নিশ্চিত নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (১ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখনো সঠিক জানি না, তিনি আছেন নাকি চলে গেছেন। আমাকে জেনে কথা বলতে হবে।”

বেনজীরের প্রাতঃভ্রমণের সঙ্গী হতেন এমন কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, সাবেক এই পুলিশ প্রধানের পরিবার এখন দুবাইয়ে অবস্থান করছে।

সূত্র জানায়, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর তিনি (বেনজীর) তার বড় মেয়ে ও জামাতাকে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠিত করেছেন। তারা মিয়ামি থেকে দুবাইতে আসেন এবং সেখানে বিনিয়োগ করেন। নিষেধাজ্ঞার কারণে তার ছোট মেয়েকে মার্কিন বিশ্ববিদ্যালয় ছাড়তে হওয়ায় সে এখন যুক্তরাজ্যে পড়াশোনা করছে এবং বর্তমানে দুবাইয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রমতে, শুধু দেশেই নয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে সম্পদ রয়েছে বেনজীর আহমেদের। এমন খবরে অনুসন্ধান করছে দুদক। এ তিন দেশে বেনজীরের কি পরিমাণ সম্পদ রয়েছে তা জানতে বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাধ্যমে তথ্য চেয়েছে সংস্থাটি।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে ৭ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই তালিকায় বেনজীর আহমেদের নাম ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ