Views Bangladesh Logo

স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় বিকেল ৪টার দিকে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে বন্দর নগরীতে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

খবরের সত্যতা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তিনি বলেন, “নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে। তাকে বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালের ভর্তি করা হবে।”

৩৯ বছর বয়সী নাফিস জাতীয় দলের হয়ে খেলেছেন ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে ম্যাচ। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের পথে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন সেই সময়ের তরুণ ওপেনার। একই বছর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ওয়ানডেতেও ছিলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ