তাঁতীবাজারের পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় আহতদের সর্বোত্তম চিকিৎসার আশ্বাস নাহিদের
পুরান ঢাকার তাঁতীবাজারের একটি দুর্গা পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা এবং চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
হামলার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও প্রতিশ্রুতি দেন তিনি ।
শনিবার (১২ অক্টোবর) ভোরে মিটফোর্ড হাসপাতালে আহতদের দেখতে যান এই উপদেষ্টা। পরে তাঁতীবাজারের পূজামণ্ডপটি পরিদর্শন করেন তিনি।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে পূজামণ্ডপটিতে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়লেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে চার স্বেচ্ছাসেবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। আহতরা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, একদল ছিনতাইকারী এ হামলা চালিয়েছে। জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিদর্শনকালে নাহিদ বলেন, ‘এই অপরাধীরা নাশকতার চেষ্টা করছে। কিন্তু আমরা তাদের কোনো সুযোগই দেব না। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, তারা যেই হোক না কেন’।
‘আমরা এমন মানদণ্ড প্রতিষ্ঠা করতে চাই, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়’- বলেন উপদেষ্টা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে