শিক্ষার্থীদের ‘রাজাকার’ স্লোগান নিয়ে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ
গত ১৫ জুলাই রাতে সারাদেশে ছাত্রদের বলা ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা প্রদান করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি ব্যাখ্যাটি দেন।
ওই পোস্টে নাহিদ লিখেন, “ ‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার’ -- এটি জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল। আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অকেজো হয়ে গিয়েছিল সেই রাতে। আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গিয়েছিল। অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপণ চেষ্টা ছিল কেবল।”
তিনি বলেন, আন্দোলনে অনেক কণ্ঠ একত্রিত হয়েছে। সবাই সবসময় একই মত পোষণ করে না।
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো অবকাশ নেই" বা "স্মার্ট বাংলাদেশ" এর প্রশংসার মতো স্লোগানও উচ্চারিত হয়েছিল।”
২০১৮ সালে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করে নাহিদ বলেন, “২০১৮ সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে। পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পেয়েছে। একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পরবিরোধী ঘটনাও একসঙ্গে ঘটতে পারে। এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয়।”
তিনি আরও বলেন, "'রাজাকার' ইস্যুকে ঘিরে ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং ছাত্রদের 'রাজাকার' বলে চিহ্নিত করে নৃশংসভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা করা হয়েছিল।"
এর ফলশ্রুতিতে পরের দিন প্রতিবাদ কর্মসূচিতে হামলা হয় উল্লেখ করে তিনি বলেন, "আর যেহেতু নারী ছাত্রীরা ছিল আন্দোলনের মূল শক্তি, তাই মেয়েদের ওপর নৃশংসভাবে হামলা করা হয়। এরপর কী হয়েছিল তা সবাই জানে...ফ্যাসিস্টদের উৎখাত করা হয়েছিল। "
১৪ জুলাই, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবির পেছনের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা যদি কোটা সুবিধা না পায়, তাহলে তারা কি রাজাকারদের নাতি-নাতনিদের কাছে যাবে? এটা আমার প্রশ্ন, দেশবাসীর প্রশ্ন।”
এ প্রসঙ্গে নাহিদ বলেন, "পরদিন সকালে 'রাজাকার' স্লোগান ব্যাখ্যা করতে আমাকে মিডিয়ার মুখোমুখি হতে হয়েছিল। আমার ব্যাখ্যাটা ছিল এরকম- "আন্দোলনে 'রাজাকার' শব্দের কোনো মিল ছিল না। প্রধানমন্ত্রী নিজেই 'রাজাকার' ইস্যু তুলে ধরেন এবং ছাত্র ও তাদের পরিবারকে 'রাজাকার' বলে অপমান করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে