Views Bangladesh

Views Bangladesh Logo

নাহিদ রানার তোপে রংপুরের দ্বিতীয় জয়

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

ব্যাটিংয়ে আবারও হাল ধরলেন নুরুল হাসান সোহান ও ইফতেখার আহমেদ। রংপুর রাইডার্সকে দুজনে এনে দিলেন দেড়শ ছাড়ানো সংগ্রহ। বোলিংয়ে বাকি কাজ সেরেছেন রাইডার্সরা। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদের গতিতে নাকানিচুবানি খাইয়েছেন নাহিদ রানা, খুশদিল শাহ দেখিয়েছেন স্পিন ভেলকি। তাতেই ১৫৬ রানের লক্ষ্যে ৩৪ রান পেছনে থামে আরিফুল হকের সিলেট। এবারের বিপিএলে রাইডার্সদের এটি টানা দ্বিতীয় জয়।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ৬ উইকেটে ১৫৫ রান করে রংপুর। ৪২ বলে সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার আহমেদ।

অধিনায়ক নুরুল হাসান মাত্র ২৪ বলে খেলেন ৪১ রানের ক্যামিও। দেড়শ ছাড়ানো পুঁজিকেই যথেষ্ট বানিয়ে দেন রংপুরের বোলাররা। চার উইকেট নেয়া নাহিদের তোপ দাগার দিনে ৯ উইকেট হারিয়ে সিলেট থামে ১২১ রানে।

মঙ্গলবার ব্যাটে নেমে ২৮ রানে টপ অর্ডারের তিন ব্যাটার হারায় রাইডার্সরা। সেখান থেকে গত ম্যাচের ম্যাচসেরা খুশদিল শাহকে নিয়ে ধাক্কা সামলান ইফতিখার। চতুর্থ উইকেটে ৪১ রান যোগ করেন দুই পাকিস্তানি ব্যাটার। ২১ রানে খুশদিল আউট হওয়ার পর সোহানকে নিয়ে ইফতিখার গড়েন দুর্দান্ত এক জুটি। ম্যাচের এক সময় দেড়শ রান ছাড়াবে কিনা সেই শঙ্কাও উবে যায়। শেষ দিকে রংপুরের অধিনায়ক ঝোড়ো ব্যাটিংয়ে ৪১ রানের ইনিংস সাজান ১৭০.৮৩ স্ট্রাইকরেটে। ৬৫ রানের জুটিতে তিনি ২৪ বলে হাঁকান ২ ছক্কা ও ৪ চার। ম্যাচের হাল ধরা ইফতিখারের ব্যাটে আসে ৪ চার ও ১ ছক্কায় ৪৭ রান। শেষ দিকে অবশ্য ৮ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলের সংগ্রহে অবদান রেখেছেন শেখ মেহেদী হাসানও।

সিলেটের হয়ে তানজীম হাসান সাকিব ও আল আমিন হোসেন ২ উইকেট করে নেন। তানজীম চার ওভারে ২৭ ও আল আমিন দেন ৩১ রান।

তবে দেড়শ ছাড়ানো সংগ্রহ তাড়ায়ও খেই হারিয়ে বসেন স্ট্রাইকার্সরা। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারানো সিলেট পঞ্চাশ রানের আগেই হারিয়ে বসে আরও দুটি উইকেট। পরে ৪৮ রানের জুটিতে চাপ সামলান রনি তালুকদান ও জাকের আলী। ৩৬ বলে ৪১ রান করে ফেরেন রনি। জাকেরের ব্যাটে আসে ৩৩ বলে ২৪ রান। বাকি সময়ে কেউই পারেনি রংপুরকে চ্যালেঞ্জ জানাতে। রাইডার্সদের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় চারটি উইকেট নেন নাহিদ। ১০ রান খরচায় দুটি উইকেট শিকার করেন খুশদিল। পেস তোপে রানের চাকা জমিয়ে রাখা সাইফউদ্দিন ১৮ রান খরচায় নেন দুটি উইকেট। মূলত বোলারদের তোপেই কুপোকাত হয় সিলেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ