শিল্পী তালিকা থেকে বাদ, ফেসবুকে ক্ষোভ জানালেন ন্যান্সি
অনুষ্ঠানের আগ মুহূর্তে শিল্পী তালিকা থেকে বাদ ও গান গাইতে না দেয়ায় ক্ষুব্ধ সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ঘটনাটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আয়োজকদের নিয়ম অনুসারে সম্মানী দ্রুত পাঠিয়ে দিতে বলেছেন তিনি।
বিদেশে পারফর্ম শেষে সম্প্রতি দেশে ফিরেছেন ন্যান্সি। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বুয়েট ক্লাবের অনুষ্ঠানটিতে গান পরিবেশনের কথা ছিল তার। তবে অনুষ্ঠানের আগের রাতে আয়োজকরা তাকে জানিয়ে দেন, তিনি আর অনুষ্ঠানে গান গাইতে পারবেন না।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে হঠাৎ করেই আয়োজকরা জানান, ন্যান্সিকে শিল্পী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে ন্যান্সি বলেন, ‘গতরাতে জানতে পারি, আমাকে বাদ দেয়া হয়েছে শিল্পী তালিকা থেকে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থীদের একজন বলেছেন, শিল্পীদের তালিকা দেখে দুইটি রাজনৈতিক গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। রাজনৈতিক সম্পৃক্ততা আছে এমন কেউ অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবেন’।
ন্যান্সি বলেন, ‘হঠাৎ করেই বুয়েট ক্লাবের সদস্যরা কীভাবে আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? আর রাজনৈতিক পরিচয় থাকলেই কি একজন শিল্পীকে এভাবে অসম্মান করা যায়?’
তিনি অভিযোগ করে বলেন, ‘আমি কি নিজে অনুষ্ঠান করতে চেয়েছিলাম? নাকি আপনারাই আগ্রহ দেখিয়েছেন? কোনো অগ্রিম সম্মানী না দিয়ে, অনুষ্ঠান বাতিল করাটা কি প্রফেশনাল আচরণ?’
ন্যান্সি জানান, আয়োজকরা তার অংশগ্রহণ নিয়ে একটি প্রোমো ভিডিওও তৈরি করেছিলেন, যেখানে তাকে ‘মেলোডি কুইন’ হিসেবে পরিচিত করানো হয়েছিল।
সবশেষে আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পারেনও বটে! নিয়ম অনুসারে সম্মানী দ্রুত আমার বাসায় পাঠিয়ে দিন’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে