Views Bangladesh Logo

স্বাস্থ্যকর্মীদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেয় নারী মৈত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রের কোর গ্রুপের (CORE Group) সহযোগিতায় #SafeSupportedHealthWorkers ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী মৈত্রী’। ক্যাম্পেইনটি এমন একটা সময় পরিচালিত হয়েছে যখন বিশ্ব স্বাস্থ্য কর্মী সপ্তাহ (এপ্রিল ১-৭) এবং বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) পালিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার্স কোয়ালিশন দ্বারা চালিত এই ক্যাম্পেইনটির লক্ষ্য হলো স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও সহায়তার জন্য বৃহত্তর তহবিল এবং প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্বব্যাপী আহ্বানকে জোরদার করা। এই উদ্যোগের অংশ হিসাবে, নারী মৈত্রী এবং যুক্তরাষ্ট্রের কোর গ্রুপ বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং মঙ্গল কামনা করার জন্য বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি বলেন, “আমরা স্বাস্থ্যকর্মীদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিই, বিশেষ করে চলমান মহামারীর মধ্যে। এই ক্যাম্পেইনটি তাদের কণ্ঠস্বর প্রসারিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সমর্থন করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণে সহায়তা করে।”

কোর গ্রুপের প্রকল্প পরিচালক সোফিয়া লাধা বলেন, “আমরা বিশ্বাস করি যে, কমিউনিটিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা স্বাস্থ্যকর্মীদের সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আমরা স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য বৃহত্তর সচেতনতা এবং পদক্ষেপ চালানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ