নাসার ভারতীয় বংশোদ্ভূত বৈচিত্র্য প্রধান বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ মেনে ডাইভারসিটি, ইকুইটি এবং ইনক্লুশন (ডিইআই) বিভাগের প্রধান ভারতীয় বংশোদ্ভূত নীলা রাজেন্দ্রকে বরখাস্ত করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
এনডিটিভি জানিয়েছে, দেশজুড়ে চলমান এ ধরনের সব কর্মসূচি বন্ধ এবং এতে নিযুক্ত সবাইকে বরখাস্তের নির্দেশ জারি হয়েছে।
ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইল জানায়, গত সপ্তাহে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) ই-মেইল বার্তায় শীর্ষ মহাকাশ ল্যাবে কর্মরত কর্মীদের নীলা রাজেন্দ্রের পদত্যাগের কথা জানানো হয়েছিল।
জেপিএলের পরিচালক লরি লেশিন ই-মেইলে বলেন,‘নীলা রাজেন্দ্র আর জেট প্রপালশন ল্যাবরেটরিতে কাজ করছেন না। আমাদের প্রতিষ্ঠানে তিনি যে স্থায়ী প্রভাব ফেলেছেন, সেজন্য আমরা অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ। আমরা তার মঙ্গল কামনা করি’।
নীলা ছিলেন মুষ্টিমেয় কয়েকজন কর্মচারীর একজন, যাদের চাকরি গত বছর নাসার জেট প্রপালশন ল্যাব তীব্র তহবিল সংকটের মুখোমুখি হওয়ার সময়ও ছাঁটাই করা হয়নি। সে সময় শীর্ষ মহাকাশ সংস্থাটির প্রায় ৯০০ জন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের পরপরই নীলাকে বরখাস্ত করা রোধে নাসা তাকে একটি নতুন সৃষ্ট পদে টিম এক্সিলেন্স অ্যান্ড এমপ্লয়ি সাকসেস অফিসের প্রধান পদে পুনর্নিযুক্ত করে। এই পদক্ষেপ সত্ত্বেও তাকে রক্ষার প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে