Views Bangladesh Logo

ইউসিবিএল এর সঙ্গে একীভূত হচ্ছে ন্যাশনাল ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

উনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এর সঙ্গে একীভূত হতে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (৯ এপ্রিল) স্টেকহোল্ডারদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উভয় ব্যাংকের কর্মকর্তারা। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

জানা গেছে, মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ন্যাশনাল ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল ৩ হাজার ২১৯ কোটি টাকা এবং তাদের প্রতিটি শেয়ারের ক্লোজিং হয়েছে ৬ টাকা ৯০ পয়সায়। অপরদিকে একই দিনে ইউসিবির পরিশোধিত মূলধন ছিল ১ হাজার ৪৭৬ কোটি টাকা এবং তাদের প্রতিটি শেয়ারের ক্লোজিং হয়েছে ১১ টাকা ৪০ পয়সায়।

এ ব্যাপারে আগেই বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করে দেয়ার জন্য প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যাংকের সঙ্গে আলোচনা হচ্ছে। এর মধ্যে কোনো আলোচনা চূড়ান্ত পর্যায়ে উন্নীত হলে তা কেন্দ্রীয় ব্যাংক থেকেই জানানো হবে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ