Views Bangladesh Logo

তীব্র তাপদাহ, এবার বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজেও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার (২০ এপ্রিল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সেখানে বলা হয়, “তাপপ্রবাহেরে কারণে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ থাকবে।”

একই কারণে আজ দুপুরেই দেশের সব স্কুল-কলেজ সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। চলতি সপ্তাহে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস শুরু হবে ২৮ এপ্রিল থেকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ