Views Bangladesh Logo

নাটোরের ছাত্রলীগ নেতা মাসুম পাবনা থেকে গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্যাসহ ৭টি মামলার পলাতক আসামি ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে পাবনার রুপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় মাসুম। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রুপপুর এলাকায় মাসুমকে ঘোরাফেরা করতে দেখেন নাটোরের কিছু লোকজন। তারা সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এছাড়া মাসুমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা, নির্যাতন ও হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ