Views Bangladesh Logo

বোরিসোভস্কয়ে সমাহিত করা হলো অ্যালেক্সি নাভালনিকে

 VB  Desk

ভিবি ডেস্ক

স্কোর উপকণ্ঠে বোরিসোভস্কয়ে সমাধিতে সমাহিত করা হলো অ্যালেক্সি নাভালনিকে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু রহস্য হয়েই থাকবে। শুক্রবার (১ মার্চ) নাভালনির শেষ বিদায়ের যাত্রায় বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে এসেছিলেন।

বিবিসি বলছে, গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান ৪৬ বছর বয়সী এই বিরোধী নেতা। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে নাভালনির। তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে। এই মৃত্যুর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার শবযানে করে নাভালনির মরদেহ প্রথমে রাজধানী মস্কোর দক্ষিণ-পূর্বে চার্চের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই অন্তষ্ট্যিক্রিয়া অনুষ্ঠিত হয়। এ সময় নগরীতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মাস্ক পরা গার্ডও মোতায়েন করা হয় চার্চের বেষ্টনি ঘিরে।

নাভালনিকে বিদায় জানাতে আসা অসংখ্য মানুষকে স্লোগান দিতে দেখা গেছে। তারা বলছিলেন, কারাগারে নাভালনির মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না বলেও স্লোগান দেন তাঁরা।

নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ