Views Bangladesh Logo

লেবাননের নতুন প্রধানমন্ত্রী আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম

ন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী পদে তাকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন দেশটির নবনির্বাচিত রাষ্ট্রপতি জোসেফ আউন।

আসাদ সরকার পতনের পর লেবাননে একটি নতুন সরকার গঠনের জন্য সালামকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি ১২৮টি সংসদীয় ভোটের মধ্যে ৮৪টি ভোট পান।

এ ব্যাপারে দেয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আউন সালামকে তলব করে তাকে এই দায়িত্ব দেন। তবে সালাম বর্তমানে বিদেশে আছেন এবং মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।

লেবাননের প্রচলিত রাজনৈতিক রীতিনীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে ঐতিহ্যগতভাবে একজন সুন্নি মুসলমান আসীন থাকেন। আর প্রেসিডেন্ট সর্বদা একজন ম্যারোনাইট খ্রিস্টান এবং সংসদীয় স্পিকার একজন শিয়া মুসলিম।

১৯৫৩ সালে একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী সালাম একজন সুন্নি মুসলিম। ১৯৭৫-১৯৯০ সাল পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধের আগে তার চাচা সায়েব সালাম দেশটির প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই পদে ছিলেন তার চাচাতো ভাই তাম্মাম সালাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ