প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন দৈনিক আমাদের নতুন সময়ের ইমেরিটাস এডিটর ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. নাইমুল ইসলাম খান।
রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (৬ জুন) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো নাইমুল ইসলাম খানকে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
অন্যদিকে একইদিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে সফরে নাঈমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে সফরসঙ্গীদের অর্ন্তভুক্ত হবেন।
উল্লেখ্য, নাঈমুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ‘দৈনিক আজকের কাগজ’, ‘আজকের প্রত্রিকা’, ‘দৈনিক ভোরের কাগজ’, ‘দৈনিক আমাদের সময়’, ‘আমাদের নতুন সময়’পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে