Views Bangladesh

Views Bangladesh Logo

স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক প্রত্যাহার

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৬ নভেম্বর ২০২৪

স্থানীয় বাজারে মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পেঁয়াজ আমাদানির ওপর কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (৬ নভেম্বর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছে এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র।

পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে অর্থাৎ মোট করভার ১০ শতাংশ হতে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড।

এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো প্রকার শুল্ক-কর আরোপযোগ্য রইলো না। এতে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি পাবে এবং পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ