Views Bangladesh Logo

ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের ভ্যাট কমাচ্ছে এনবিআর

ইএমএফের চাপ ও রাজস্ব আদায় বাড়াতে হঠাৎ করে অর্ধশতাধিক পণ্য ও সেবার বিপরীতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ভ্যাট বাড়ানোর এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ জনগণ। তার পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাত থেকে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআর-এর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্রে জানা গেছে, চাপের মুখে এনবিআর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিলেও আপাতত ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাত থেকে বাড়তি করের খড়্গ কমানো হচ্ছে। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ভ্যাট ইস্যুতে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনা শেষে অর্থ উপদেষ্টা ওষুধ, রেস্তোরাঁ ও মোবাইল খাতের ওপর দ্রুততার সঙ্গে ভ্যাট কমাতে নির্দেশ দেন।

এর আগে এক অধ্যাদেশ জারি করে অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ভ্যাট হার ২.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। রেস্তোরাঁ ব্যবসায় ভ্যাট এক লাফে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়।

মোবাইল ফোনের সিম ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করায় এর প্রভাব পড়েছিল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে।

এনবিআরের সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, হোটেল, রেস্তোরাঁ খাতে ভ্যাট আগের মতোই ৫ শতাংশ করা হয়েছে। আজই আদেশ জারি হবে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, আইএমএফের চাপ ও রাজস্ব আদায় বাড়াতে অনেক পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছিল। তবে এখন জনগণের তোপের মুখে সরকার তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ