অফিস খুঁজছে এনসিপি-ছাত্রসংসদ, সমালোচনার মুখে কেন্দ্রীয় কমিটি
নতুন দপ্তরের সন্ধান করছে জাতীয় নাগরিক কমিটি (জানাক) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ নিয়ে সদ্যগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। নিজস্ব রাজনৈতিক কার্যক্রম রাজধানীর বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের জানাক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ের বদলে আলাদা আলাদা দপ্তর থেকেই চালাতে আগ্রহী তারা।
তবে নতুন দপ্তর খুঁজে পাবার আগ পর্যন্ত ওই দুটি কার্যালয় থেকেই নতুন দল ও ছাত্র সংগঠনটির কার্যক্রম চলবে। তবে দ্রুতই নতুন দুটি দপ্তর খুঁজে নিয়ে সেখান থেকেই কার্যক্রম পরিচালনা করবে এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদ।
প্রাথমিকভাবে বাংলামোটর বা নিউ ইস্কাটন রোডকেন্দ্রিক কোনো ভবনে দপ্তর খুঁজছেন এনসিপির নেতারা। তবে জানাকের কার্যালয়ের আশেপাশের এলাকায় না পাওয়া গেলে এই দপ্তর অন্যত্র হতে পারে বলেও জানান তারা। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে ভাড়া বাসা খুঁজছেন ছাত্রসংসদের নেতারা।
তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেয়া ছাত্রজনতার সমন্বয়ে গড়া এনসিপি গত প্রায় ছয়মাসে গঠিত জানাকের চার শতাধিক থানা ও জেলা কমিটিকেও নিজেদের মধ্যে আত্মীকৃত করে নিতে যাচ্ছে।
জানাকের মুখপাত্র এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, মাত্রই এক বছরের জন্য আহ্বায়ক কমিটি গড়েছে এনসিপি। কেন্দ্রীয় কার্যালয়ের জন্য রাজধানীতে অফিস খোঁজা হচ্ছে। তার আগ পর্যন্ত জানাকের কার্যালয় থেকেই এনসিপির সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, জুলাই গণআন্দোলনের আকাঙ্খার ভিত্তিতে গঠিত ছাত্রদের সংগঠন বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে-পিঠেই কোথাও কেন্দ্রীয় দপ্তর করতে চাচ্ছেন তারা।বাকিটা সময়েই জানা যাবে।
সমালোচনায় যাত্রা শুরু
আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, পরিবারতন্ত্রের অবসান, সিন্ডিকেট ও গোষ্টীস্বার্থ নির্মূল, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোর পুনর্নির্মাণ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, জাতীয় অর্থনীতির পুনর্গঠন এবং পিছিয়ে পড়া জনগোষ্টীকে মূলধারায় অন্তর্ভুক্তিকে প্রধান এজেন্ডায় নিয়ে এসেছে জাতীয় নাগরিক পার্টি। বলেছে, ভারত বা পাকিস্তানকেন্দ্রিক নয়, বাংলাদেশপন্থি রাজনীতির উন্মেষ চায় তারা।
তবে প্রথম আহবায়ক কমিটিতে আওয়ামী লীগপন্থি পরিবারের সদস্য এবং ‘সমকামী’ ব্যক্তিদের স্থান দেয়ায় তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়েছে এনসিপি।
২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ দুদিন মিলে এক বছরের জন্য ২১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে এনসিপি। এতে আহবায়ক, সদস্য সচিব ও মুখ্য সমন্বয়ক ছাড়াও দুজনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, ১৬ জনকে যুগ্ম আহবায়ক, দুজনকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ৩৩ জনকে যুগ্ম সদস্য সচিব, দুজনকে মুখ্য সংগঠক, ১৬ জনকে যুগ্ম মুখ্য সংগঠক, ৪২ জনকে সংগঠক, একজনকে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, ২৩ জনকে যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং ৭৬ জনকে সদস্য পদে রাখা হয়েছে।
কমিটিতে জায়গা পাওয়া মুনতাসির মামুনের বিরুদ্ধে এলজিবিটিকিউ সম্প্রদায়ে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তিনি পশ্চিমা এলজিবিটিকিউ সম্প্রদায় যেমন- গে, লেসবিয়ান, বা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন, এমন সন্দেহ থেকে তাকে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তবে দুই মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছেন, তারা এই বিষয়ে জানতেন না এবং শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। এই প্রতিক্রিয়াও প্রগতিশীল মহলে নবগঠিত রাজনৈতিক দলের দুর্বলতা হিসেবেই চিহ্নিত হচ্ছে।
কমিটির অনেক সদস্যের পরিবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট দাবিতে প্রশ্ন তোলা হলেও তা নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দেননি জানাপা’র নেতারা।
অন্যদিকে গণতান্ত্রিক ছাত্রসংসদের ২০৫ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পর পরই অনেকেই নানা কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নেয়ায় সেটিও আলোচনার জন্ম দিয়েছে।
২৮ ফেব্রুয়ারি কমিটি থেকে সরে দাঁড়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধি। কমিটিতে তাদের একজনকে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং অন্যজনকে ১ নম্বর যুগ্ম সদস্য সচিব করা হয়েছিলো। একই দিনে ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন কলেজের মাস্টার্সের এক শিক্ষার্থী। পদত্যাগ করেন সংগঠক শ্যামলী সুলতানা জেদনীও।
তবে ছাত্রসংসদ নেতারা বলছেন, নানা কারণে কমিটিতে থাকতে পারছেন না অনেকেই। তার মানে এই নয়, তারা এই সংগঠনেই আর থাকবেন না। নানা মাধ্যমে নিজেদের বিষয়ে জানিয়েছেন তারা। শূন্য পদগুলো পূরণে নতুনদের নাম খুব শিগগিরই ঘোষণা দেয়া হবে।
কামরুল…………
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে