Views Bangladesh

Views Bangladesh Logo

২ লাখ ৪৫ হাজার কোটি টাকার আরএডিপি অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

লতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

মূল এডিপির আকার ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। তবে সংশোধিত এডিপিতে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়। এর ফলে বৈদেশিক অংশে কমছে ১০ হাজার ৫০০ কোটি টাকা। আর সরকারের অংশে কমছে সাড়ে সাত হাজার কোটি টাকা।

এদিকে মূল এডিপিতে ছিল এক হাজার ৩৪০টি প্রকল্প। তবে তা বাড়িয়ে সংশোধিত এডিপিতে এক হাজার ৫৮০টি করা হচ্ছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বর্ধিত সভায় সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়। সভা শেষে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী আব্দুল সালাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জামান সরকার ও পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার।

ওই সভায় চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে ১৫টি সেক্টরের আওতায় প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয় দুই লাখ ২৩ হাজার ৫৫৩ কোটি তিন লাখ টাকা। সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯টি উন্নয়ন সহায়তা খাতে মোট বরাদ্দ তিন হাজার ৩৯০ কোটি টাকা এবং বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ ১৮ হাজার ৫৬ কোটি ৯৭ লাখ টাকা ধরা হয় । সব মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়ায় দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। তাছাড়াও এই হিসাবের বাইরে বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় ৯ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা।

সব মিলিয়ে হিসাব করলে মোট সংশোধিত এডিপির আকার দাঁড়াবে দুই লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ হচ্ছে এক লাখ ৬৯ হাজার ৭০২ কোটি টাকা আর বৈদেশিক সহায়তায় বরাদ্দ হচ্ছে ৮৪ হাজার ৬৮৯ কোটি ৪৮ লাখ টাকা।

এ ছাড়াও সভায় ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সংশোধিত এডিপিতে সরকারি তহবিলের ক্ষেত্রে ৩৬টির বরাদ্দ কমানো হয়। তবে অপরিবর্তিত আছে দুটির বরাদ্দ এবং ২০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ