Views Bangladesh Logo

পুলিশ কনস্টেবল খুন

নিরাপত্তা বাহিনীর গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সম্প্রতি রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় নিরাপত্তা বাহিনীর কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

সোমবার (১০ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই ঘটনায় সবার মনে অনেক প্রশ্ন উঠেছে। আমরাও চিন্তিত। ঠিক কেন এমন হলো! এটা পূর্বপরিকল্পিত না কি পারিবারিক সমস্যার কারণে তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।‘

এদিকে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) কে এইচ মহিদ উদ্দিন সাংবাদিকদের বলেন, গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীমের নেতৃত্বে গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল কাওসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ জুন) ঢাকা মহানগর হাকিম শাকিল আহমেদ এ আদেশ দেন।

জানা গেছে, এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। আসামি কাওসার আলীর গুলিতে আহত হন জাপান দূতাবাসের চালক সাজ্জাদ হোসেনও। তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কনস্টেবল কাওসার আলী তার সাব মেশিনগানের দুটি ম্যাগাজিন থেকে ৩৮ রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ