Views Bangladesh Logo

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

গামীকাল সোমবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে এ আলোচনা শুরু করবেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এ ব্যাপারে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন নেতানিয়াহু। এরপর মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন উইটকফ । গত ১৫ মাস ধরে ওয়াশিংটনের সহায়তায় ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে এই দেশ দুটি।

এ ছাড়াও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আরও জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) ইসরায়েল থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র সফরকালে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে গাজা পরিস্থিতি ও সেখানে আটক ইসরায়েলি জিম্মিদের বিষয় নিয়ে আলোচনা করবেন নেতানিয়াহু।

গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এর মধ্য দিয়ে বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চলছে। চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত হামাস ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর বিনিময়ে ইসরায়েলও কয়েক শ ফিলিস্তিনিকে কারাগার ও আটক কেন্দ্র থেকে মুক্তি দেয়। তবে এখনও গাজায় ৭০ জনের বেশি ইসরায়েলি জিম্মি বন্দি রয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ