Views Bangladesh Logo

শাহীনবাগে ছুরিকাঘাতে যুবক নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর তেজগাঁও শাহীনবাগে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

শুক্রবার (২৪ মে) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ৪টার দিকে চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

নিহত রনি মিয়া ও আহত মো. রফিক আপন দুই ভাই। তারা শাহীনবাগের ওবায়দুর মিয়ার ছেলে।

নিহতের ভাগনে জুয়েল বলেন, ‘আমার মামা পাঠাওয়ের (রাইড শেয়ারিং অ্যাপ) মোটরসাইকেলচালক। আমাদের বাসায় মোরশেদ মিয়া নামে একজন ভাড়াটিয়া থাকতেন। রাতে মামাসহ আরও তিনজন রুমে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কোনো এক বিষয় নিয়ে মোরশেদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোরশেদ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় রফিক মামা এসে বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে রনি মামাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিক মামাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা বাসায় নিয়ে যাই। এ ঘটনায় তেজগাঁও থানা তিনজনকে আটক করেছে। ঘাতক মোরশেদ পলাতক রয়েছেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ