Views Bangladesh Logo

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় নেতানিয়াহুর সম্মতি

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল। কাতারের রাজধানী দোহা ও মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠেয় এই আলোচনা পর্বে প্রতিনিধিদল পাঠাতে সম্মতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৯ মার্চ ) প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

নেতানিয়াহুর অফিস জানিয়েছে, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট এবং মোসাদের প্রধানদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পর আগামী কয়েকদিনের মধ্যে দোহা এবং কায়রোতে তাদের পক্ষ থেকে প্রতিনিধিদল পাঠানোর অনুমোদন দিয়েছেন। প্রতিনিধিদলকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।

অফিস আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টা করবেন আলোচকরা।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির সমীক্ষা বলছে, গত ৭ অক্টোবর হামাসের চালানো হামলার মধ্য দিয়ে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ১৬০ জন ইসরায়েলি মারা যান। যার মধ্যে বেশিরভাগই বেসামরিক লোক।

অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামাসকে ধ্বংস করার জন্য ইসরায়েলের টানা প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত অন্তত ৩২ হাজার ৬২৩ জন নিহত হয়েছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ