Views Bangladesh Logo

ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়াও সফরকালে ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানা গেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। সেখানে তিনি পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি যুক্তরাষ্ট্র নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

বিবৃতিতে রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্ককে আরও জোরালো করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

এরইমধ্যে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করতে চান। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বেশ কয়েকবার ‘শান্তির’ প্রসঙ্গ টানেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে।

নেতানিয়াহু বিশ্বাস করেন, তারা নিরাপত্তা জোরদার করতে পারবেন। শান্তির পরিসর আরও বিস্তৃত করতে পারবেন। শক্তির মাধ্যমে শান্তির একটি অসামান্য যুগ অর্জন করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ