Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাকায় এসে মিরপুরে ছুটে যান নতুন প্রধান কোচ সিমন্স

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ফিল সিমন্স বুধবার (১৬ অক্টোবর) ঢাকায় পৌঁছানোর পরপরই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছুটে গিয়েছেন।

এর আগে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার পর সিমন্সকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয়।

হোম গ্রাউন্ডে আসার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস সিমন্সকে স্বাগত জানান। এছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেন।

সিমন্স ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন।

ফিল সিমন্স ২০০৪-০৫ সালে জিম্বাবুয়ের কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু করেন। তিনি আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে কোচিং করিয়েছেন। তার কোচিংয়ে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে। সর্বশেষ তিনি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ