Views Bangladesh Logo

নতুন ভারতীয় বিলে মুসলিম ভূমি ব্যবস্থাপনা পুনর্গঠনের প্রস্তাব

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতীয় সরকার সংসদে নতুন একটি বিল পেশ করেছে, যাতে কেবলমাত্র মুসলিমদের জন্য বরাদ্দকৃত বিশাল জমির ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।

তবে বুধবার (২ এপ্রিল) উত্থাপিত ওয়াকফ (সংশোধনী) বিলটি সরকার এবং সংখ্যালঘু মুসলিমদের মধ্যে উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে।

বিলটির আওতাধীন জমি এবং সম্পত্তি 'ওয়াকফ' বিভাগের অধীনে পড়ে, যা ধর্মীয়, শিক্ষাগত বা দাতব্য উদ্দেশ্যে একজন মুসলিমের দান করাকে বোঝায়। এ ধরনের জমি হস্তান্তর বা বিক্রি করা যাবে না।

সরকার এবং মুসলিম সংগঠনগুলোর অনুমান, ২৫টিরও বেশি ওয়াকফ বোর্ডের প্রায় আট লাখ ৫১ হাজান ৫৩৫টি সম্পত্তি এবং নয় লাখ একর জমি রয়েছে, যা তাদের ভারতের শীর্ষ তিন জমির মালিকদের মধ্যে স্থান দেয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পেশ করা বিলটি কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডগুলোতে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব এবং সরকারকে বিতর্কিত ওয়াকফ সম্পত্তির মালিকানা নির্ধারণে সক্ষম করবে।

মুসলিম সম্প্রদায় এবং মোদি সরকারের মধ্যে উত্তেজনার মধ্যে এই আইনটি এসেছে। বিরোধী আইন প্রণেতা এবং ইসলামী গোষ্ঠীগুলো বিলটিকে মুসলিমদের মালিকানাধীন সম্পদ সুরক্ষিত না করে ভারতীয় সংবিধানের অধীনে তাদের সম্পত্তির অধিকারকে দুর্বল করার পরিকল্পনা হিসেবে দেখছে।

বিলটি উত্থাপনকারী সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এটি দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধ এবং কিছু মুসলিম পরিবার ও অভিজাত গোষ্ঠী নিয়ন্ত্রিত মালিকানা বিধিগুলো পরীক্ষা করবে।

তিনি বলেন, বিলটিকে 'মুসলিমপন্থি সংস্কার' হিসাবে দেখা উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ