Views Bangladesh

Views Bangladesh Logo

চালু হলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নতুন সঞ্চালন লাইন, তিন জেলায় সতর্ক বার্তা

District Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের নির্মাণকাজ শেষ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় এই লাইন পরীক্ষামূলকভাবে চালু করা হয়। একই সঙ্গে সার্বক্ষণিক নতুন এই বিদ্যুৎ সংযোগ চালু থাকবে।

এর আগে গত রবিবার (২৮ এপ্রিল) পিজিসিবির আইডিআরএনপিপি'র প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাসুদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নবনির্মিত ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে গাছ রোপণসহ সকল ধরনের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সকলকে ৪০০ কেভি সঞ্চালন লাইন থেকে নিরাপদ (উভয় পাশে ২৩ মিটার) দূরত্বে থাকতে হবে।

নতুন এই বিদ্যুৎ সংযোগ লাইনের আওতায় আসা এলাকাগুলোর মধ্যে রয়েছে-পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, সিংড়া উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা; বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সদর ও ভাটগ্রাম সহ কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন।

উচ্চ ভোল্টেজের এই সঞ্চালন লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে পিজিসিবি কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ