Views Bangladesh Logo

বিশ্ব রেকর্ড ছাপিয়ে দারুণ জয়ে ফাইনালে নিউজিল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ক্যারিবীয় কিংবদন্তি ওপেনার ডেসমন্ড হেইন্সের ৪৬ বছরের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিজকে। অভিষেক ওয়ানডেতে ১৫০ রানের ইনিংস খেললেন এই নবীন ওপেনার।

তবে তার বিশ্ব রেকর্ড গড়ার দিনটি জয়ে রাঙাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজের ফাইনালে উঠেছে কিউইরা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৭৮ রানে জিতেছে তারা। দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচের জয়ী দল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তাদের স্কোরবোর্ড বড় হয়েছে ব্রিটজকের রেকর্ড ব্যাটিংয়ে। এই নবীন ওপেনার ১৪৮ বলে ১৫০ রানের ইনিংসটি খেলেন ১১টি চার ও ৫টি ছক্কার মারে। ইতিহাসে আগে কেউই ওয়ানডে অভিষেকে এত বেশি রান করতে পারেননি।

এর আগে আন্তর্জাতিক ওয়ানডের ইতিহাসে অভিষেকে এতোদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডেসমন্ড হেইন্সের দখলে। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন উইয়ান মুল্ডার। এছাড়া জেসন স্মিথ ৪১ ও টেম্বা বাভুমা করেন ২০ রান। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক দুটি করে উইকেট নেন।

কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের অসাধারণ ব্যাটিংয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। সেঞ্চুরি পান উইলিয়ামসন। অল্পের জন্য তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা পাননি কনওয়ে। এই দুজনের ব্যাটে তিনশ’রও বেশি রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। আট বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন উইল ইয়ং ও কনওয়ে। ইয়ং ১৯ রানে ফিরে গেলে ভাঙে এই জুটি । দ্বিতীয় উইকেটে কনওয়ের সঙ্গে উইলিয়ামসনের ১৮৭ রানের জুটিই মূলত দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ৯৭ রান করে কনওয়ে আউট হলে ততোক্ষণে জয়টা একরকম নিশ্চিত হয়ে যায় কিউইদের। গ্লেন ফিলিপসকে নিয়ে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। এজন্য ১১৩ বল খেলেন। ফিলিপস অপরাজিত থাকেন ২৮ রানে। ৫০ রানে ২ উইকেট নেন সেনুরান মুথুস্যামি।

ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ