Views Bangladesh Logo

চুরির অভিযোগে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বিভিন্ন দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের সংসদ সদস্য গোলরিজ ঘাহরামান। তবে এই নারী এমপি দাবি করেছেন, কাজের চাপ থেকে তিনি এমনটি করেছেন। এ ধরনের কাজ তাকে সম্পূর্ণরূপে চরিত্রহীন করে তুলেছে।

রয়টার্স জানিয়েছে, এক বিবৃতিতে গোলরিজ ঘাহরামান বলেছেন-মানুষ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে সর্বোচ্চ মানের আচরণ আশা করে। এটি এমন একটি কাজ, যা আমি ব্যাখ্যা করতে পারি না। কারণ এটি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।

তিনি আরও বলেন, ‘আমি অনেক মানুষকে হতাশ করেছি। এর জন্য আমি খুব দুঃখিত।’

এ ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজ অনুযায়ী নারী এমপি গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে অকল্যান্ডের একটি বুটিক শপ থেকে হ্যান্ডব্যাগ চুরির অভিযোগ আনা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি অকল্যান্ড এবং ওয়েলিংটনের দুইটি দোকানে গিয়েছিলেন। আর এই ভিডিওটি সামনে আসার পরই মঙ্গলবার (১৬ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন তিনি।

যদিও চুরির ঘটনার সাথে ঘাহরামানের জড়িত থাকার বিষয়টি এখনও নিশ্চিত করেনি নিউজিল্যান্ড পুলিশ। তারা জানিয়েছে, পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

এদিকে তার পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির সহ-সভাপতি জেমস শ বলেছেন, ঘাহরামান ‘পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। এমন পরিস্থিতিতে এই ধরনের ভুল হতে পারে।’

প্রসঙ্গত, ২০১৭ সালে গ্রিন পার্টি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ইরানি বংশোদ্ভূত ঘাহরামান। এর মধ্যে দিয়ে নিউজিল্যান্ডের সরকারে যোগ দেন তিনি। এ ছাড়াও জাতিসংঘের সাবেক মানবাধিকার আইনজীবীও ছিলেন।

ইরানে জন্ম হয়েছিল গোলরিজ গাহরাহমানের। তবে খুব ছোট বয়সে বাবা-মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে আসেন তিনি। এরপর দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পায় তার পরিবার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ