সরকারকে ইশতেহার বাস্তবায়নে সহায়তার প্রতিশ্রুতি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের
দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সরকারকে তাদের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহসহ গণমাধ্যম ও অন্যান্য বেসরকারি খাতকেও সহযোগী হিসেবে পাশে রাখা প্রয়োজন বলে জানিয়েছেন বক্তারা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় ‘উন্নয়ন প্রচেষ্টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের অংশীদারত্ব’ বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এডাব চেয়ারপারসন আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে আলোচকরা এমন কথা বলেন।
বক্তারা আরও বলেন, সরকারের ধারাবাহিকতায় অবকাঠামোসহ দেশের সার্বিক উন্নয়ন হয়েছে, একথা সত্য। তবে, স্থায়ী উন্নয়নের স্বার্থে দুর্নীতি প্রশমন, সুশাসন অর্জন, পরিবেশ সংরক্ষণ, মাদক নিয়ন্ত্রণ, শান্তি ও সম্প্রীতি রক্ষায় আরও যুগোপযোগী ও স্থায়ীত্বশীল উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে গণমুখী শিক্ষা, বেকারত্ব দূরীকরণের বিষয়েও আরও কাজ করতে হবে। রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় উঠে এসেছে।
এ সময় বক্তাদের আলোচনায় উঠে আসে-জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি, মানবাধিকার লঙ্ঘন, বার বার পরিবর্তনশীল শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য খাতে দুর্নীতি, হয়রানি, পরিবেশ দূষণ, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং কালচার, মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধন শিথিল হওয়ার বিষয়গুলো। এসব বন্ধ করতে দেশ ও জাতি গঠনে লাগামহীন দুর্নীতি রোধ, সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা ও গণমাধ্যমের জোরালো ভূমিকা রাখার প্রতি গুরুত্বরোপ করেন তারা। এর পাশাপাশি উন্নয়ন সাংবাদিকতার প্রতি তারা গুরুত্বারোপ করে মিডিয়া হাউজকে করপোরেটের প্রভাব থেকে মুক্ত হয়ে কাজ করার ওপর জোর দেন। সামাজিক উন্নয়নে এনজিও, গণমাধ্যম ও এডাবের সমন্বিতভাবে কাজ করা দরকার বলেও মতামত ব্যক্ত করেন তারা।
এ ছাড়াও গোলটেবিল বৈঠকে আয়োজকদের পক্ষ থেকে নির্বাচনি ইশতেহার অনুযায়ী নতুন সরকার যাতে উন্নয়ন অব্যাহত রাখতে পারে সেজন্য বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের পক্ষ থেকে সার্বিকভাবে সহায়তা প্রতিশ্রুতি দেওয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে