Views Bangladesh

Views Bangladesh Logo

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১৪০

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১৪০ জনেরও বেশি লোক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা আল-জাজিরা প্রতিবেদনে জানানো হয়।

দেশটির পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম বলেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যের মাজিয়া শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেই সময় লোকজন জ্বালানি সংগ্রহের জন্য উল্টে যাওয়া ট্যাঙ্কারের কাছে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র নুরা আব্দুল্লাহি বলেন, বিস্ফোরণে ১৪০ জনেরও বেশি লোক মারা গেছেন। তাদের গণদাফন করা হয়েছে।

তিনি সতর্ক করেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে এই দুর্ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন জানিয়েছেন জিগাওয়া রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান হারুনা মাইরিগা। তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ঘটনাস্থলেই ৯৭ জন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, মাজিয়া শহরে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্যাঙ্কারটি। দুর্ঘটনার পরে শহরের বাসিন্দারা গাড়িটির চারপাশে ভিড় করেন। সম্ভবত এটিই হতাহতের সংখ্যা বৃদ্ধির কারণ।

এর আগে গত মাসে নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কারের সাথে ট্রাকের সংঘর্ষের পর বিস্ফোরণে কমপক্ষে ৪৮ জন নিহত হন। নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে প্রায়ই প্রাণঘাতী ট্রাক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার পেছনে চালকদের বেপরোয়া গাড়ি চালনা, রাস্তার বেহাল দশা ও অতিরিক্ত যানবাহনকে দায়ী করেন বিশেষজ্ঞরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ