মেক্সিকোয় নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯, আহত ৫০
মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লেওনে একটি নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে পড়ার ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন রাজ্যটির গভর্নর।
স্থানীয় সময় বুধবার (২২ মে) সন্ধ্যায় শিল্পাঞ্চল মন্তেরেইয়ের নিকটবর্তী সান পেদ্রো গার্সা গার্সিয়া শহরে সিটিজেন মুভমেন্ট পার্টির প্রচারণা সমাবেশে ঘটনাটি ঘটেছে।
এক সংবাদ সম্মেলনে গভর্নর স্যামুয়েল গার্সিয়া জানান, এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন পূর্ণবয়স্ক ও একজন শিশু বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যমে মেক্সিকোর সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, স্থানীয় ক্লিনিকগুলোতে বহু আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজ জানিয়েছেন, দমকা বাতাসের কারণে মঞ্চটি ভেঙে পড়ে।
ঘটনার পর আলভারেজকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল; তবে তিনি ‘ঠিক আছেন’ জানিয়ে বলেছেন, তার প্রচারণা টিমের সদস্যরা আঘাত পেয়েছেন। প্রচারণা তৎপরতা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে