Views Bangladesh Logo

নিপুণ-জয়ার ‘জিম্মি’ আসছে ঈদুল ফিতরে

সছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’। হইচই অরিজিনাল সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

হইচই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে। জয়া আহসান এতে প্রথমবারের মতো মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।

‘জিম্মি’ সিরিজে অভিনয় করার কারণ সম্পর্কে জয়া আহসান বলেন, ‘নতুন কোনো কাজ শুরু করার আগে আমি তিনটি বিষয় সবসময় গুরুত্ব দিয়ে দেখি—গল্প, চরিত্র এবং পরিচালক। ‘জিম্মি’-তে সব কিছুই আমার পছন্দের ছিল। বিশেষ করে, হইচই-এর সঙ্গে আমার ওয়েব সিরিজ যাত্রা শুরু হচ্ছে এবং এটি ঈদে মুক্তি পাবে—সব কিছু মিলিয়ে এটি আমার জন্য এক বিশেষ রোমাঞ্চকর অভিজ্ঞতা।

এদিকে নির্মাতা আশফাক নিপুণ এর আগে একই প্ল্যাটফর্মে মহানগর ও সাবরিনার মতো ওয়েব সিরিজ বানিয়ে খ্যাতি অর্জন করেছেন। এবার জয়া আহসানকে সঙ্গে নিয়ে বানিয়েছেন জিম্মি ওয়েব সিরিজ।

নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে আশফাক নিপুণ বলেন, ‘জিম্মি’ নির্মাণের মাধ্যমে আমি একটি নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি। সিরিজটিতে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি এবং বিনোদনের সুন্দর মেলবন্ধন রয়েছে। আমি নিশ্চিত দর্শক নতুন কিছু দেখার অভিজ্ঞতা পাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ