Views Bangladesh Logo

সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত ভ্যাট দিতে হবে না

খন থেকে সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট দিতে হবে না। ভোক্তারা এমআরপি মূল্যেই পণ্য কিনতে পারবেন সুপারশপে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা যায়।

তবে সুপারশপে কেনাকাটায় অতিরিক্ত ভ্যাট না থাকলেও শপ মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে। সুপারশপের মালিকরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন। উৎপাদন পর্যায়ে যেসব পণ্যে ভ্যাট নেই, সেগুলোর ক্ষেত্রে সুপারশপের মালিকরা ভ্যাট দেবেন না।

এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনাও করেন তারা।

জানা গেছে, প্রতিবছর সুপারশপ খাত থেকে দেড়শ কোটি টাকার বেশি ভ্যাট পায় এনবিআর। সুপারশপের মালিকদের দাবি, খুচরা মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে এবং সঠিকভাবে যথানিয়মে বেচাকেনা হলে সুপারশপ থেকে ৪ হাজার কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সম্ভব হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ