Views Bangladesh

Views Bangladesh Logo

খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

গামী সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতে আওয়ামী লীগের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার নিষ্পত্তি হয়েছে। তাই আগামী নির্বাচনে তার অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই’।

তিনি বলেন, ‘জুলাই হত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন’।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘যারা নির্বাচন প্রক্রিয়া ধ্বংস, সংবিধান ছিন্ন এবং জনগণের অধিকার লঙ্ঘন করেছেন, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত’।

‘তাদেরকে ইতিহাসের ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে এবং বিচারের মাধ্যমে কারাভোগ করানো হবে’- বলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ