মিরপুরে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে বাধা নেই: উপদেষ্টা আসিফ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আশা প্রকাশ করেছেন যে, বিদায়ী টেস্ট সিরিজ খেলতে অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফিরতে কোনো আইনি বাধা থাকবে না।
পরবর্তীতেও তার দেশের বাইরে আসা-যাওয়ার ক্ষেত্রেও কোনো আইনি বাধা দেখছেন না আসিফ।
রোববার (১৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘সাকিবের দেশে প্রবেশ বা ত্যাগে কোনো বাধা থাকা উচিত নয়'।
'একজন ক্রিকেটার হিসেবে তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক। আমি এখানে তার আগমনে কোনো বাধা দেখছি না'- বলেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, 'প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্রিকেট দলের নিরাপত্তা নিশ্চিত করাও রাষ্ট্রের। আমরা তা করব'।
সবকিছু ঠিকঠাক থাকলে ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচটি হবে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের বিদায়ী ম্যাচ। ভারতের কানপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এই অলরাউন্ডার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে